ওয়েব ডেস্ক : আলোয়ারে স্বঘোষিত গো-রক্ষকদের হাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আজ ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। ওয়েলে নেমে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধীরা। গতকাল, রাজ্যসভায় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, আলোয়ারে এরকম কোনও ঘটনা ঘটেইনি। যদিও, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার কথা স্বীকার করে নেন। এরপর আজ রাজ্যসভায় নিজেরই গতকালের মন্তব্য কার্যত অস্বীকার করেন নকভি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অালওয়ারের আঁচ এবার সংসদে!


আলোয়ারের ঘটনা নিয়ে রাজ্যসভায় রাজনাথ সিংয়ের বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। সোমবার, রাজনাথ এ নিয়ে বিবৃতি দেবেন বলে জানিয়েছে সরকার। আলোয়ারের ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছে রাজস্থান সরকার।