নিজস্ব প্রতিবেদন: করোনা থাবা বসালো বিচারব্যবস্থাতেও। শনিবার দিল্লি এইমস-এ মৃত্যু হলো লোকপাল সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি একে ত্রিপাঠি। জানা গিয়েছে, করোনা পজেটিভ নিয়ে ভর্তি ছিলেন এইমস-এর ট্রমা সেন্টারে। বয়স হয়েছিল ৬২ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছত্তীসগঢ় হাইকোর্ট প্রধান বিচারপতি ছিলেন একে ত্রিপাঠি। তাঁর মেয়ে এবং রাঁধুনি করোনায় আক্রান্ত হন। তাঁর সুস্থ হলে অবসরপ্রাপ্ত বিচারপতি ত্রিপাঠিরও করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তাঁর এইমস ট্রমা সেন্টারে চিকিত্সা চলে। এই মুহূর্তে ট্রমা সেন্টারকে করোনা চিকিত্সার জন্য ব্যবহার করা হচ্ছে।


আরও পড়ুন- চারদিন খালি পেটে সাইকেল চালাল এক শ্রমিক, বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি


গত ২০ মার্চ শেষ অফিস করেছিলেন বিচারপতি ত্রিপাঠি। করোনা পজেটিভ মেলার পরই লোকপাল অফিসকে জীবাণুমুক্ত করা হয়। দিল্লির কিদওয়ারি নগরে তাঁর অ্যাপার্টমেন্টও জীবাণুমুক্ত করা হয়েছে। ওই অ্যাপার্টমেন্টে লোকপালের সদস্যরা বসবাস করেন।


সরকারি তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ৩৭ হাজারের বেশি। শনিবার এক দিনে ২৪১১ জনের আক্রান্তের খবর মিলেছে। মৃত্যু হয়েছে ১২২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি রিপোর্ট জানাচ্ছে।