নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের উপরে হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বিরোধী নেতারা।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দিল্লির মোতি নগরে রোড শো করতে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক তখনই হুড খোলা জিপের উপরে উঠে লাল টি-শার্ট পরা এক যুবক চড় মারেন কেজরিওয়ালকে। ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী।


 



টুইটারে মমতা লেখেন,'প্রতিহিংসার রাজনীতি চলছে। রাজনৈতিক গুন্ডাগিরি। বিরোধী নেতাদের কালিমালিপ্ত ও আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্ট, নির্বাচনে হারতে চলেছে বিজেপি। তাই মরিয়া চেষ্টা করছে তারা। অরবিন্দ কেজরিওয়ালের উপরে হামলার তীব্র নিন্দা করছি'। 



এর আগে কখনও থাপ্পড়, কখনও লঙ্কাগুঁড়ো, কখনও আবার কালি ছেঁটানোর হয়েছে অরবিন্দের উপরে। আপের দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আরও একটা গাফিলতির ঘটনা। রোড শো চলাকালীন আক্রমণের মুখে পড়েন কেজরিওয়াল। এর বিরোধিতা করছি। আম আদমি পার্টির উপরে হামলা করে দিল্লিতে রুখতে পারবে না বিরোধীরা। এর আগে কখনও থাপ্পড়, কখনও লঙ্কাগুঁড়ো, কখনও আবার কালি ছেঁটানোর হয়েছে অরবিন্দের উপরে।