জিন্দেগিকে আর ভালোবাসা হল না! কোভিড কাড়ল বাঁচতে চাওয়া যুবতীর প্রাণ
শেষ লড়াইটা আর লড়তে পারল না। জিন্দেগিকে ভালোবাসা বাকি থেকে গেল। কোভিড কেড়ে নিল প্রবল জীবনীশক্তির সেই যুবতীর প্রাণকে।
নিজস্ব প্রতিবেদন: নাকের মধ্যে ঠেসে রয়েছে অক্সিজেন মাস্ক, সঙ্গে ঝুলছে লম্বা পাইপ। শক্তি নেই উঠে দাঁড়ানোর। কিন্তু বাঁচার বিরাট আশা ছিল। বেডে শুয়ে বক্সে জোড়াল শব্দে শুনছিলেন ‘লাভ ইউ জিন্দেগি’। যুবতীর বয়স ছিল ৩০ বছর। হঠাৎই তাঁর এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি গোটা নেট দুনিয়া চক্কর কাটার আগেই, করোনার সঙ্গে আর যুঝতে পারলেন না যুবতী। বৃহস্পতিবার চিকিৎসক মনিকা সিংহ জানিয়েছেন মৃত্যু হয়েছে তাঁর।
দিন দুয়েক আগেই যুবতীর যে ভিডিওটি ভাইরাল হয়। যেখানে তাঁকে দুলে দুলে একের পর এক গান শুনতে দেখা যায়। যার মধ্য বার বার শুনছিলেন ‘লাভ ইউ জিন্দেগি। ১৩ মে করা টুইটে মনিকা লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন’।
দিন দুয়েক আগে থেকেই যুবতীর অবস্থা ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। স্থিতিশীল অবস্থার বাইরে বেরোতে থাকে সে। ডাঃ মনিকা লিখেছিলেন, আইসিইউ-তে দেওয়া হয়েছে ওঁকে। নিজেকে খুব অসহায় লাগছে। একটু একটু করে ওঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সব কিছু ভগবানের হাতে’।
শেষ লড়াইটা আর লড়তে পারল না। জিন্দেগিকে ভালোবাসা বাকি থেকে গেল। কোভিড কেড়ে নিল প্রবল জীবনীশক্তির সেই যুবতীর প্রাণকে।