নিজস্ব প্রতিবেদন: বিচারপতি লোয়ার মৃত্যু মামলায় ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট যখন হ্যাক হয়েছে, তখন রায়ের প্রতিলিপি পেয়েছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাকিংয়ের কবলে পড়েছিল সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়ার ওয়েবসাইট। ওয়েবসাইটটি খুলতে গেলে পাতার চিহ্ন দেখাচ্ছিল। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হলেও এখনও খুলছে না ওয়েবসাইট। আর এখানেই প্রশ্ন তুলেছেন রণদীপ সুরজেওয়ালা। তাঁর প্রশ্ন, ''সংবাদমাধ্যম, সাধারণ মানুষ, এমনকি আইনজীবীরাও রায়ের প্রতিলিপি পাননি, তাহলে রবিশঙ্কর প্রসাদ কীভাবে পেলেন? সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছিল।'' কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার কথায়, ''কারও কাছে রায়ের প্রতিলিপি নেই। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও বন্ধ। মামলার আবেদনকারী হিসেবে আমিও পেলাম না অথচ আইনমন্ত্রী পেয়ে গেলেন। আমাকে গ্রেফতার করা হলেও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অভিযোগ করেই ছাড়ব।''    
  
বিচারপতি লোয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে এদিন জানায় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জিও খারিজ করেছে আদালত। রায়ের পরই রবিশঙ্কর প্রসাদ বলেন, ''রাজনৈতিক লড়াইয়ে আদালতকে ব্যবহার না করার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ করছি। এটা স্পষ্টতই, অমিত শাহের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল।''   


আরও পড়ুন- নারীঘটিত অপরাধে অভিযুক্ত ৪৮ বিধায়ক-সাংসদ, দ্বিতীয়স্থানে বাংলা