ওয়েব ডেস্ক: দরকার পড়লে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে শত্রুদের উপরে আঘাত হানতে পারে ভারতীয় সেনা। বৃহস্পতিবার এমন কথাই শোনা গেল নর্দান কম্যান্ডের প্রধান লেফট্যানান্ট জেনারেল ডি অম্বুর মুখে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অম্বুর কথায়, "যখন ইচ্ছা আমরা নিয়ন্ত্রণরেখা পেরোতে পারি। দরকার পড়লে শত্রুশিবিরে হামলা চালাতে পারে সেনা।" সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নর্দান কম্যান্ড প্রধানের প্রতিক্রিয়া,"নিয়ন্ত্রণরেখা এমন কোনও লক্ষ্মণরেখা নয় ‌যে পেরোনো ‌যায় না।"



সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করে লেফট্যানান্ট জেনারেল ডি অম্বুর মন্তব্য, পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত পিরপাঞ্জাল পর্বতমালায় রয়েছে একাধিক জঙ্গি শিবির ও লঞ্চপ্যাড। তাই এই পদক্ষেপ দরকার ছিল। সীমান্তে ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করেন অম্বু। তাঁর কথায়,"প্রতিবছরই অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়।"




গতবছর ১ ডিসেম্বর নর্দান কম্যান্ডের দায়িত্ব নেন লেফট্যানেন্ট জেনারেল দেবরাজ অম্বু।


আরও পড়ুন, সেনাপ্রধানের বক্তব্যে প্রশ্নের মুখে মোদীর চিন সফরের সাফল্য