নিজস্ব প্রতিবেদন: ‘লিঞ্চিং’ শব্দটি বিদেশ থেকে উদ্ভূত, এটা ভারতের সংস্কৃতি নয়। ভারত এবং হিন্দু সংস্কৃতিকে কালিমালিপ্ত করতেই এমন শব্দ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক প্রধান মোহন ভগবত্। মঙ্গলবার দশহরা উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মোদী সরকারের প্রভূত প্রশংসা শোনা গেল ভগবতের গলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জম্মু-কাশ্মীরে বিশেষাধিকার তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান মোহন ভগবত্। তিনি বলেন, কায়েমি স্বার্থ কখনও ভারতেক শক্তিশালী এবং উজ্বল করতে পারে না। ‘গণপিটুনি’ নিয়ে ভগবত্ বলেন, সমাজের হিংসার ঘটনাকে লিঞ্চিং বলে ভারত এবং হিন্দু সংস্কৃতিকে অসম্মান করার চেষ্টা চলছে। বেশ কিছু সম্প্রদায়ের ভিতর ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা।


আরও পড়ুন- ভয়ঙ্কর! মজুরি চাইতেই বৃদ্ধ শ্রমিকের হাত-পায়ের আঙুল কেটে নিল ঠিকাদার


উল্লেখ্য, গণপিটুনি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় ৪৯ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে এফআইআর করা হয় বিহারে। দলিত, মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের উপর গণপিটুনির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। ঝাড়খণ্ডে তবরেজ আনসারি মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয় ওই চিঠিতে। গণপিটুনির ঘটনা রুখতে দেশবাসীকে সম্প্রীতির বার্তা দেন মোহন ভগবত্। তাঁর দাবি, সেই সংস্কৃতি বহন করে চলেছে আরএসএস কর্মীরা।