নিজস্ব প্রতিবেদন: আধার কার্ডে (Aadhaar car) অনেকেরই নাম, ঠিকানা, পরিচয় ভুল হয়। তবে যে ভুল নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, সেটা যে ঘটতে পারে, কেউ ভাবতে পারবেন না!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি শিশুর আধার কার্ডে নামের জায়গায় লেখা, 'মধুর পঞ্চম সন্তান'। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে অসুবিধায় পড়ল অভিভাবক। শিশুটিকে ভর্তি নিতে অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউনে। কেবল পরিচয় নয়, কার্ডে আধার নম্বর নেই শিশুটির।


গোটা ঘটনায় অবাক প্রশাসনিক মহল। জেলাশাসক দীপা রঞ্জন জানান, ঘটনার তদন্ত হবে। পোস্ট অফিস বা ব্যাংকের গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে মেনে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই আধার কার্ডের ছবি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে।


আরও পড়ুন: Aunty Assaults Nephew: কাকিমা HIV পজিটিভ! না জেনেই বারবার 'ঘনিষ্ঠ' হত নাবালক, সত্য ফাঁস হতেই যা ঘটল...


আরও পড়ুন: Dowry Shocker: 'দেখতে খারাপ মহিলাদের বিয়েতে সাহায্য করে পণ', সমাজবিদ্য়ার পাঠ্যবইয়ের তথ্য ঘিরে 'বিতর্ক'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)