নিজস্ব প্রতিবেদন: অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা মতে মধ্যপ্রদেশে খুব একটা ভালো অবস্থায় নেই বিজেপি। কয়েকটি সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও দেখা যাচ্ছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। এরপরও কোনও হেলদোল নেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওরফে মামাজির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অবশেষে বুলন্দশহর হিংসায় গ্রেফতার জওয়ান, অভিযুক্ত জিতুকে এসটিএফের হাতে তুলে দিল সেনা


মঙ্গলবারই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে। তার আগেই টেনশন কাটাতে শনিবার ভোপাল থেকে ৩৪৮ কিলোমিটার দূরে দাতিয়ায় পিতাম্বর পিথ মন্দিরে পুজো দিলেন শিবরাজ। দাতিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শিবরাজ বলেন, ‘মধ্যপ্রদেশের মানুষের জন্য পিতাম্বরের আশীর্বাদ চাইতে এসেছি। সব সময় মানুষের মধ্য থাকি। আমিই সবচেয়ে বড় সমীক্ষক। বিজেপি ফের ক্ষমতায় ফিরছে রাজ্যে।‘


গত ১৫ বছর ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। বিজেপির শীর্ষ নেতারা এবার প্রচারে মধ্যপ্রদেশে চষে ফেললেও বিজেপির হাল খারাপ তা জানিয়েছিল কয়েকটি প্রাক নির্বাচনী সমীক্ষা। বুথফেরত সমীক্ষাতেও প্রায় একই আভাস দেওয়া হয়েছে। বলা হচ্ছে এবার ফলাফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া শিবরাজের পথের কাঁটা হবে। অন্যদিকে, দেশের তিন রাজ্যেও খুব একটা স্বস্তিতে নেই গেরুয়া শিবির।


আরও পড়ুন-জেলা-রেল স্টেশনের পর এবার বদল হচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম


শিবরাজ সিং এদিন বলেন, ‘সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। ভালো ফল করবই। আবকি বার, ২০০ পার।‘ তবে রিপাবলিক টিভি ও জন কি বাত-এ সমীক্ষা বলেছে বিজেপি এবার পেতে পারে ১০৮-১২৮টি আসন। কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৯৫-১১৫টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস এর মত মধ্যপ্রদেশে এবার বিজেপি পেতে পারে ১০২-১২০টি আসন। কংগ্রেস দখল করতে পারে ১০৪-১২২টি আসন। অন্যদিকে, টাইমস নাউ-সিএনএক্সের মত, বিজেপি পাবে ৮৯টি আসন। কংগ্রসে পেতে পারে ১২৬টি আসন। এইসব সমীক্ষাকে খুব একটা আমল দিচ্ছেন না শিবরাজ। কারণ তিনিই নাকি সবচেয়ে বড় সমীক্ষক। মঙ্গলবারই অবশ্য সবকিছু স্পষ্ট হয়ে যাবে।