নিজস্ব প্রতিবেদন: করোনার ডেল্টা প্লাস প্রজাতির কোপে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বুধবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মৃত্যু হল এক মহিলার। তবে এই ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন আরও চার জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার ডক্টর রৌণক জানান, মোট পাঁচ জন ডেল্টা প্লাস প্রজাতির দ্বারা সংক্রমিত হয়েছিলেন। যাঁদের মধ্যে ৩ জন ভোপালের এবং ২ জন উজ্জয়ীনির বাসিন্দা। তাঁদের চারজন সুস্থ হয়েছেন। তবে উজ্জয়ীনির এক মহিলার বুধবার মৃত্যু হয়েছে। এই বিষয়ে মধ্যপ্রদেশের স্বাস্থ্যশিক্ষা মন্ত্রী বিশ্বাস সারঙ্গ বলেন, ‘সরকার সাধ্য মতো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ’  


আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক মোদীর, নজরে কোন কোন বিষয়?


আরও পড়ুন: আয় না করা পর্যন্ত ছেলের দায়িত্ব নিতে হবে বাবাকেই, বড় রায় দিল্লি হাইকোর্টের


জম্মু-কাশ্মীরেও একজনের শরীরে মিলেছে করোনার ডেল্টা প্লাস প্রজাতি। এছাড়া বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়, মহারাষ্ট্র, কেরল ও মধ্যপ্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৪০ জনের শরীরে মিলেছে এই ঘাতক প্রজাতির উপস্থিতি।