নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে আরও ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এবার করোনার থাবা খোদ মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাড়িতে। আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে তথা মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। নিজেই টুইট করে জানান এ কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জ্বালানির পর এবার ওষুধ, এপ্রিল থেকে ২০% বাড়ছে দাম


টুইটে তিনি লেখেন, 'করোনার (Corona) লক্ষণ দেখা দিতেই টেস্ট করাই, রিপোর্ট পজিটিভ এসেছে, যারা সংস্পর্শে  এসেছেন তাঁদের অবশ্যই কোভিড টেস্টের অনুরোধ করছি।' পাশাপাশি তিনি রাজ্যের মানুষের কাছে কোভিড প্রোটোকল মেনে চলার আর্জি জানিয়েছেন। তাঁর অনুরোধ, এই কঠিন পরিস্থিতিতে কোনোমতেই নির্দেশ অমান্য করা চলবে না।


আরও পড়ুন: ভাইয়াজি যোশীকে সরিয়ে RSS-এর সাধারণ সম্পাদক হলেন দত্তাত্রেয় হোসাবলে


মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের । বার বার প্রশাসনের তরফে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। কিন্তু বেনিয়মের চিত্রও উঠে আসছে বহু জায়গা থেকে। দেশে আক্রান্তের বেশির ভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। শনিবার মহারাষ্ট্রে নতুন করে ২৭ হাজার ১২৬ জনের করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের সংখ্যায় যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।