ভাইয়াজি যোশীকে সরিয়ে RSS-এর সাধারণ সম্পাদক হলেন দত্তাত্রেয় হোসাবলে
দত্তাত্রেয় হোসবোলে মূলত কর্নাটকের সিমোগা জেলার স্বয়ংসেবক।
নিজস্ব প্রতিবেদন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শীর্ষপদে রদবদল। সর কার্যবাহ পদ থেকে সরানো হল সুরেশ ভাইয়াজি জোশীকে। তাঁর জায়গায় সর কার্যবাহ পদে নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসাবলে। অর্থাৎ সরসঙ্ঘচালক মোহন ভাগবতের পরেই সঙ্ঘের দ্বিতীয় সর্বোচ্চ পদে এলেন দত্তাত্রেয় হোসাবলে। RSS-এর পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।
শনিবার বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক ছিল। সেখানেই আজ অখিল ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতিতে RSS-এর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন দত্তাত্রেয় হোসবোলে। দত্তাত্রেয় হোসবোলে মূলত কর্নাটকের সিমোগা জেলার স্বয়ংসেবক। ১৯৫৫ সালে ১ ডিসেম্বর কর্ণাটকের শিমোগা জেলার সোরাবা গন্ডে তিনি জন্মগ্রহণ করেন। ইংরেজিতে স্নাতকোত্তর দত্তাত্রেয় হোসাবলে প্রথমে ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগদান করেন। পরবর্তীতে ১৫ বছর তিনি সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থার সময় জেপি আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। 'মিসা' আইনে প্রায় ২২ মাস কারাবন্দিও ছিলেন তিনি। মাতৃভাষা কন্নড় ছাড়াও ইংরেজি, হিন্দি, সংস্কৃত, তামিল, মারাঠি সহ বহু ভারতীয় ও বিদেশি ভাষায় দক্ষতা রয়েছে সঙ্ঘের নব নির্বাচিত সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবোলের।
আরও পড়ুন, '১০ বছরে বাংলাকে শেষ করে এখন ১০ অঙ্গীকার', মমতাকে কড়া আক্রমণ মোদীর