নিজস্ব প্রতিবেদন:  আস্থাভোটের কয়েক ঘণ্টা আগেও নাটক চরমে মহারাষ্ট্রে। দুদিনের বিশেষ অধিবেশনে প্রোটেম স্পিকার ঠিক করা নিয়ে সরব হল বিজেপি। এমনকি এনিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মহারাষ্ট্রে আজ ফাঁকা মাঠে শক্তিপ্রদশর্ন সেনা-কংগ্রেস-এনসিপির


উদ্ধব ঠাকরের আস্থাভোট আজ পরিচালনা করবেন প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিল।  কিন্তু এর আগে প্রোটেম স্পিকার হিসেবে ঠিক করা হয়েছিল বিজেপির কৈলাশ কোলাম্বাকারের নাম। আচমকাই সেই নাম বদল করে দিলীপ ওয়ালসে পাটিলকে অস্থায়ী স্পিকার ঠিক করা হয়। এতেই বেঁকে বসেছে বিজেপি।



রাজ্যে বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল সংবাদমাধ্যমে বলেন, মহা বিকাশ আগাড়ি প্রোটেম স্পিকার আচমকাই বদলে ফেলেছে। এটি বেআইনি। নতুন সরকার আইন ভেঙেছে। এনিয়ে আমরা রাজ্যপালের কাছে দরবার করব। এমনকি সুপ্রিম কোর্টেও যেতে পারি।



আরও পড়ুন-পৌরসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় বজ্রআঁটুনি মমতার, সোমবার বৈঠক জেলার পুলিস অফিসারদের সঙ্গে


উল্লেখ্য, সাধারণত বিধানসভার বর্ষীয়ান বিধায়কদেকই প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়।  বর্তমান বিধানসভায় বর্ষীয়ান বিধায়ক হলেন কংগ্রেস প্রধান বালাসাহেব থোরাট। এনিয়ে মোট ৮ বার তিনি বিধায়ক নির্বাচিত হলেন। ফলে সেদিক দিয়ে দেখতে গেলেও  প্রথা ভেঙেছে বর্তামান সরকার।


এদিকে, স্পিকার নির্বাচনের ক্ষেত্রে জোটের নানা পাটোলের বিরুদ্ধে এস কাথোরেকে স্পিকার হিসেবে প্রার্থী করেছে বিজেপি। আগামিকাল স্পিকার নির্বাচন হবে মহারাষ্ট্র বিধানসভায়।