ওয়েব ডেস্ক: মহারাষ্ট্র পুলিসের অসামান্য কর্মদক্ষতা। হড়পা বানের হাত থেকে অক্ষত উদ্ধার হলেন আটকে পড়া ৫৫ জন ছাত্রছাত্রী। মুম্বইয়ের ৩টি কলেজের পড়ুয়ারা গতকাল রায়গড়ে দেবকুণ্ড জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। হঠাত্‍ই কুণ্ডলিকা নদীতে হড়কা বান আসে। তাতে ভেসে যান এক ছাত্র। জরুরি বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছয় পুলিস। নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞ ডুবুরিও। ভেসে যাওয়া ছাত্রটিকে কয়েকঘণ্টা পরে একটি পাথরের ওপর পাওয়া যায়। বাকিদের অতি সতর্কতার সঙ্গে একে একে উদ্ধার করে পুলিস।


এদিকে, পথ দুর্ঘটনা রুখতে অন্ধ্র পুলিসের অভিনব উদ্যোগ 'ফেস ওয়াশ অ্যান্ড গো'। রাত একটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত রাজ্যের রাস্তায় যারা গাড়ি চালাবেন তাঁদের পথ আটকাবেন পুলিসকর্মীরা। তারপর, গাড়ির চালককে জল দেওয়া হবে চোখ-মুখ ধুয়ে নেওয়ার জন্য। আশা করা হচ্ছে, এতে কমবে পথ দুর্ঘটনার হার। কারণ, বহুক্ষেত্রেই ক্লান্ত শরীরে রাতের রাস্তায় গাড়ি চালাতে চালাতে চোখ লেগে আসে স্টিয়ারিং-এ বসা মানুষটির। আর তার থেকেই ঘটে যায় একেকটা প্রাণঘাতী মর্মান্তিক দুর্ঘটনা। তাই এমন বেনজির 'মুখ ধুন এবং যান' পদক্ষেপ। (আরও পড়ুন- লকার থেকে কিছু হারালে, তার দায় নেই ব্যাঙ্কের : RBI )