নিজস্ব প্রতিবেদন: অবশেষে ফ্লোর টেস্ট মহারাষ্ট্রে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বুধবার গুয়াহাটি থেকে গোয়া যাচ্ছেন একনাথ শিন্ডে এবং তাঁর সমর্থকরা। জানা গিয়েছে বৃহস্পতিবার উদ্ধব ঠাকরে সরকারকে ফ্লোর টেস্ট দিতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে বিরোধী দলের নেতারা থাকবেন তাজ রিসর্ট এবং কনভেনশন সেন্টারে থাকবেন। এখানে ৭১টি ঘর বুক করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে বিকেল ৪.৩০ মিনিটে গোয়ায় পৌঁছাবে ব্যক্তিগত বিমান।   


জানা গিয়েছে গুয়াহাটির র‍্যাডিসন ব্লু হোটেল থেকে দুপুর ১২টা নাগাদ বেরবেন বিদ্রোহী বিধায়করা। ফ্লোর টেস্টের আগে মুম্বইয়ের কাছে বিজেপি শাষিত গোয়াকে নিরাপদ স্থান বলে মনে করছেন বিরোধীরা।


মহারাষ্ট্রের রাজ্যপাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বৃহস্পতিবার ফ্লোর টেস্টের জন্য নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভগবতকে চিঠি লিখে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বিশেষ সেশন ডাকার কথা জানিয়েছেন।


আরও পড়ুন: Hyderabad: প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্য,দ্বাদশের পরীক্ষায় দুর্দান্ত ফল যমজ বোনের


রাজ্যপালের এই নির্দেশের পরেই শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি এই মামলায় উদ্ধব ঠাকরে সরকারের পক্ষে সওয়াল করবেন।


কোশিয়ারি জানিয়েছেন, ফ্লোর টেস্টের সরাসরি সম্প্রচার করা হবে, এবং একটি স্বাধীন সংস্থার মাধ্যমে বিধানসভা সচিবালয়ের কার্যক্রম ক্যামেরায় রেকর্ড করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)