নিজস্ব প্রতিবেদন: মহা-নাটকে যবনিকা। যেদিন আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, সেদিনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। ফেসবুক লাইভে বললেন, 'নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছে। আস্থাভোটে যোগ দেব না'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ফেসবুক লাইভে মহারাষ্ট্রের রাজ্যপাল, সোনিয়া গান্ধী ও শরদ পওয়ারকে ধন্যবাদ জানান উদ্ধব ঠাকরে। বলেন, 'আমার আপনাদের আর্শীবাদ নিয়ে সরকার চালিয়েছি। শিবাজির আদর্শ মেনে কাজ করেছি। কৃষি ঋণ মকুবের চেষ্টা করেছি। রিকশা চালকদের মন্ত্রী-সাংসদ করেছি। কিন্তু সবকিছু দিয়েও তাঁদের সন্তুষ্ট করতে পারিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিচ্ছি'।



মহারাষ্ট্রে রাজনৈতিক ডামাডোল চরমে। স্রেফ ১৬ জন বিধায়কের বিধায়ক পদ খারিজ আর্জি নাকচ করা নয়, আগামিকাল বৃহস্পতিবার বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সেই নির্দেশে বিরুদ্ধে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে। তাঁর দাবি, আগে ১৬ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিষ্পত্তি হোক, তারপর আস্থা ভোট হবে। 


আরও পড়ুন: Asaduddin Owaisi: বিহারে জোর ধাক্কা খেলেন ওয়েসি, আরজেডিতে ৪ মিম বিধায়ক


এদিন প্রায় ঘণ্টা তিনেক ধরে মামলাটির শুনানি চলে সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্যপাল আস্থাভোট নির্দেশে স্থগিতাদেশ জারি করতে রাজি হয়নি দেশের শীর্ষ আদালত। বরং আগামিকাল বৃহস্পতিবারই আস্থাভোটের মুখোমুখি হতে হত উদ্ধব ঠাকরেকে। 


কোন শিবিরে কত বিধায়ক?
---
উদ্ধবের পক্ষে
--
শিবসেনা - ১৭ 
এনসিপি- ৫৩
কংগ্রেস- ৪৪ 
অন্যান্য-১৩
----
উদ্ধবের বিপক্ষে
---
শিবসেনা-৪১
বিজেপি- ১০৬
নির্দল- ৯
অন্যান্য-৭


বিধানসভায় সংখ্যার বিচারে সরকার বাঁচানো সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাতেই ফেসবুকে লাইভে আসেন উদ্ধব ঠাকরে এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ফলে বৃহস্পতিবার আস্থা ভোট হচ্ছে না। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)