নিজস্ব প্রতিবেদন: রিয়াধ থেকে দেশে ফিরেই গ্রেফতার ২০০২ সালে গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামালায় অন্যতম অভি‌যুক্ত আবদুল রশিদ আজমেরি। শুক্রবার রাতে তাকে আহমেদাবাদ বিমানবন্দরে গ্রেফতার করে গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি দীপান ভাদরান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ২০০২ সালে অক্ষরধাম মন্দিরে হামলায় অন্যতম অভি‌যুক্ত রশিদ। আমাদের কাছে খবর ছিল সে রিয়াধ থেকে আহমেদাবাদে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছে।


রশিদ আদতে আহমেদাবাদের বাসিন্দা। অভি‌যোগ, অক্ষরধাম হামলার আগেই সে দেশ ছেড়ে রিয়াধে চলে ‌যায়। তাকে জেরা করে আরও অনেকের নাম পাওয়া ‌যাবে বলে মনে করছে পুলিস।


আরও পড়ুন-'ভাগ মুকুল ভাগ' আজ অতীত, সকালে দিলীপকে ফোন মুকুলের 


২০০২ সালে গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে হামলা চালায় ২ লস্কর জঙ্গি। ওই হামলায় নিহত হন ৩২ জন। আহত হন ৮০ জন পুণ্যার্থী। মন্দিরকে জঙ্গি মুক্ত করতে এনএসজি কম্যান্ডোদের অভিযানে খতম হয়েছিল ২ জঙ্গিই। ওই মামলায় অভি‌যুক্ত ৬ জনকে ইতিমধ্যেই নির্দোষ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এবার পুলিসের হাতে অন্যতম অভি‌যুক্ত।


আরও পড়ুন-চুপি চুপি বিয়ে করছেন ঋতব্রত