ওয়েব ডেস্ক: কেরলে দলিত ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। এমনটাই সূত্রের খবর। যদিও পুলিস এখনও এবিষয়ে কোনও সরকারি ঘোষণা করেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালের নির্ভয়া কাণ্ডকে আরও একবার মনে করিয়ে দিয়েছিল কেরলে দলিত আইন ছাত্রীর ধর্ষণ ও খুন। গত ২৮ এপ্রিল কোচির কাছে পেরুমবাভুর এলাকায় ঘটে এই ঘটনাটি। ঘটনায় মূল অভিযুক্ত ছিল জিসা ওরফে হরি কুমার। ডেকান ক্রনিক্যালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পুলিসের জালে ধরা পড়েছে হরি কুমার। হরির দাঁতের গঠনই হরিকে সহজে চিহ্নিত করতে ও খুঁজে বার করতে পুলিসকে সাহয্য করেছে। ধর্ষিতা ছাত্রীটির শরীরে যে ধরণের দাঁতের দাগ দেখা যায়, সেই দাগ যে হরি কুমারের তা মেডিক্যাল পরীক্ষায় প্রমাণ হয়ে যায়।


কেরলে ১৬ মে, সোমবার বিধানসভা নির্বাচন। তাঁর আগের দিন অর্থাৎ রবিবার সম্ভবত গ্রেফতারির ঘটনা প্রকাশ্যে আনতে চলেছে পুলিস।