নিজস্ব প্রতিবেদন : ভারত-চিন সীমান্তে সংঘর্ষে উত্তাপের পারদ কমাতে আরও একবার আলোচনায় দুই বাহিনীর মেজর জেনারেলরা। গালোয়ান উপত্যকায় শান্তি ফেরাতে বুধবার আলোচনার মাধ্যমে সমাধানের সওয়াল করেছে দুই দেশের বিদেশমন্ত্রক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, এখনও পর্যন্ত চিনা বাহিনীর পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। গালোয়ান উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এখনও অবস্থান করছে চিনের বাহিনী। 


শেষ বার এই এলাকায় ১৯৬২ সালে যুদ্ধের সময়ে প্রবেশ করেছিল চিনের বাহিনী। তবে, তার পর থেকে এই এলাকায় প্রবেশ বা দখলদারির কোনও চেষ্টা করেনি চিনা বাহিনী। তবে, চিনের সেনার বর্তমান অবস্থান অনুযায়ী কার্যত ভারতের গালোয়ান উপত্যকা দখলের প্রচেষ্টায় চিনা বাহিনী। 


গত সপ্তাহেও দুই দেশের সেনা প্রধানরা আলোচনার মাধ্যম শান্তিরক্ষার প্রতিশ্রুতি দেন। নিজেদের বাহিনী পিছিয়ে নেওয়া হবে বলেও দুই পক্ষ জানায়।


বুধবারের আলোচনায় এখনও পর্যন্ত কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি দুই দেশের ব্রিগেডিয়াররা। আজকে আলোচনার দ্বিতীয় ভাগের উপর অনেকটাই নির্ভরশীল হবে শান্তি ফেরানোর প্রক্রিয়া, এমনটাই মত বিশেষজ্ঞদের।