নিজস্ব প্রতিবেদন: অলোক ভার্মার বিরুদ্ধে সিভিসি রিপোর্ট, জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাল কংগ্রেস। মোদীকে চিঠি দিলেন, সিবিআই প্রধান নিয়োগ কমিটির সদস্য, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। মোদীর ওপর চাপ বাড়িয়ে, ভর্মার অপসারণ বৈঠকের কার্য বিবরণী প্রকাশ করার দাবিও তুলেছেন তিনি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের আগে সিবিআই প্রধানের পদ থেকে অলোক ভার্মার অপসারণ বিতর্ক জিইয়ে রাখতে চাইছে কংগ্রেস। সঙ্গে, প্রধানমন্ত্রীর ওপর চাপ বজায় রাখার চেষ্টা।  ১০ জানুয়ারি সিবিআই প্রধান নিয়োগ কমিটির বৈঠকে অলোক ভার্মার অপসারণের পক্ষে সিলমোহর পড়ে।  ৩ জনের কমিটিতে প্রধানমন্ত্রী, ভার্মার বিরুদ্ধে সিভিসি রিপোর্ট সামনে রেখে তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দেন। সায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ.কে সিক্রি। বিরোধিতা করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।


আরও পড়ুন- সবরীমালায় আয়াপ্পা দর্শনে সাহস দেখানোয় হাসপাতালের বেডে ‘ঋতুমতী’ কনক দুর্গা


সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েকের তত্ত্বাবধানে ভার্মার বিরুদ্ধে তদন্তে সিভিসি-কে নির্দেশ দেয়। কিন্তু একে পট্টনায়েক জানান, সিভিসির ওই রিপোর্ট, তাঁর মত নিয়ে তৈরি হয়নি। কংগ্রেসও অভিযোগ তোলে, ভার্মার বিরুদ্ধে সাজানো সিভিসি রিপোর্ট তৈরি করা হয়েছে। এনিয়ে এবার মোদীকে চিঠি দিলেন মল্লিকার্জুন। তাতে বলা হয়েছে, দেখে মনে হচ্ছে নিরপেক্ষ সিবিআই প্রধানে সরকারের ভয় আছে।


আরও পড়ুন- কর্ণাটকে চলছে ‘খেলা ভাঙার খেলা’, ঈশ্বরই থামাতে পারেন, বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া


স্বচ্ছতার প্রমাণ দিয়ে সিভিসি রিপোর্ট, অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে পট্টনায়েকের রিপোর্ট ও ১০ জানুয়ারির বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করুক সরকার। তাহলে, সাধারণ মানুষ তাঁদের সিদ্ধান্ত নিতে পারবেন। নিয়োগ কমিটির মত না নিয়েই সিবিআইয়ের অস্থায়ী প্রধান পদে নাগেশ্বর রাওকে বসিয়ে বিচারব্যবস্থার মর্যাদাহানি করা হয়েছে। অভিযোগ মল্লিকার্জুনের। এ জন্য, আবার নিয়োগ কমিটির বৈঠক ডাকারও দাবি করেছেন তিনি।