ভারত চাইলেই জাকির নাইকের বিরুদ্ধে তদন্তে সাহায্য করবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদন: বিশিষ্ট ইসলাম প্রচারক জাকির নাইকের বিরুদ্ধে তদন্ত করতে ভারতকে সাহায্য করবে মালয়েশিয়া। এমনটাই জানিয়ে দিলেন সে দেশের উপ প্রধানমন্ত্রী আহমেদ জাইদ হামিদি।
উল্লেখ্য, জঙ্গিদের উৎসাহ দেওয়া, বিদেশ থেকে অবৈধ অনুদান নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে জাকির নাইকের নামে। ওইসব অভিযোগের ভিত্তিতে নাইকের বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশের একাধিক তদন্ত সংস্থা। বর্তমানে জাকির নাইক রয়েছেন মালয়েশিয়ায়। এখন প্রশ্ন উঠছে এবার কি জাকির নাইককে ভারতে ফেরত পাঠাবে মালয়েশিয়া সরকার?
আরও পড়ুন-মায়ের মৃতদেহের সঙ্গে ৬ দিন কাটাল মানসিক ভারসাম্যহীন ছেলে
মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী হামিদি সংবাদমাধ্যমকে জানান, জাকির নাইকের বিরুদ্ধে তদন্তে সহায়তা করার জন্য ভারতের পক্ষ থেকে কোনও অনুরোধ আসেনি। সে রকম কোনও অনেুরোধ এলে ভারতকে সম্পূর্ণ সাহায্য করা হবে। গত পাঁচ বছর উনি মালয়েশিয়ায় রয়েছেন। এদেশের নাগরিক না হলেও জাকির মালয়েশিয়ায় স্থায়ী রেসিডেন্ট ভিসা নিয়ে থাকেন।
জাকির নাইকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি ও এনআইএ। ইডি ইতিমধ্যেই তাঁকে চারটি নোটিস পাঠিয়ে তলব করেছে। এরপর হয়তো এ ব্যাপারে মালয়েশিয়া সরকারের সাহায্য চাইতে পারে কেন্দ্র।
আরও পড়ুন-হাওড়া স্টেশনেই উদ্ধার হল বালির নিখোঁজ ২ স্কুলছাত্র