নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস নিয়ে টিকটক ভিডিয়ো করে মজা করছিল মহারাষ্ট্রের মালেগাঁওয়ের কয়েকজন যুবক। ফল হল মারাত্মক। সোজা ঘরে চলে এল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনাভাইরাস ছড়াতে পারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও, দাবি মার্কিন গবেষকের


করোনাভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব যখন আতঙ্কে কাঁপছে সে সময় তা নিয়ে মজা করছিল মহারাষ্ট্রের মালেগাঁওয়ের বছর চল্লিশে যুবক সৈয়দ জামিল বাবু। সোশ্যাল মিডিয়ায় একটি টিকটক ভিডিয়ো শেয়ার করেছিল সে। সেখানে দেখা যাচ্ছে টাকা দিয়ে সে নাক-মুখ মুছছে। ভিডিয়োটির টাইটেল ছিল ভারতে করোনাভাইসরাস স্বাগত। সঙ্গে জামিলের দাবি ছিল, এই ভাইরাসের আক্রমণ ওপরওয়ালার শাস্তি, এই রোগ সারার কোনও উপায় নেই।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে নাসিকের পুলিস। জামিলকে গ্রেফতার করে তা বিরুদ্ধে ১৫৩ ও ১৮৮ ধারায় অভিযোগ আনা হয়।


আরও পড়ুন-বাড়ির ছাদে উঠলেই দেখা যাচ্ছে ২১৩ কিমি দূরের বরফে ঢাকা পাহাড়, শাপে বর লকডাউন!


অন্যদিকে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ওই ভিডিয়োটিতে জামিল দাবি করেছিল করোনার তীব্রতা আরও বাড়বে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তাকে গ্রেফতার করে মালেগাঁওয়ের পুলিস। আদালত তাকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।


অন্যদিকে, ওই ঘটনায় আরও ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিস। এরা সবাই মালেগাঁওয়ের বাসিন্দা। বয়স ২৩-২৭ এর মধ্যে।