নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ইলেকট্রিক বাস, অটোর কারখানা করুন। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ির (Nitin Gadkari) সঙ্গে বৈঠকে এই আবেদন করেছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দিল্লিতে নিতিনের (Nitin Gadkari) সঙ্গে রাজ্যের সড়ক সারাই নিয়ে কথা বলেন তিনি। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,'আমাদের এখানে একটা কারখানা খোলা হলে ভালো হয়। এখানে ইলেকট্রিক বাস, অটো ও স্কুটার তৈরি হতে পারে। এনিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার দিল্লিতে সনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কোভিড টিকা ও পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিতিন গডকড়ির (Nitin Gadkari) সঙ্গে বৈঠকে করেন। বাংলার সঙ্গে পড়শি দেশগুলির যোগাযোগের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী জানান,'বাংলার সীমানায় বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি রয়েছে। রাস্তা খারাপ হয়ে গিয়েছে। সেগুলি তৈরি করে দিন। নতুন প্রযুক্তিতে নীচ দিয়ে মেট্রো চলে। উপরে বাস। এনিয়ে নিতিন গডকড়ি বৈঠক করতে চেয়েছেন। পরিবহণ সচিব, মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। ভবিষ্যতের প্রকল্প নিয়ে কথা বলতে আমি সচিবকে পাঠাব।'     


কলকাতায় মেট্রো সংযোগ বাড়লেও ফ্লাইওভার দরকার বলে নিতিনকে বলেছেন মমতা। তিনি বলেন,'এটাও বললাম কলকাতায় কিছু ফ্লাইওভার দিন। জনঘনত্ব বেশি। ওঁর দফতরের আধিকারিকরা ছিলেন। ভালো বৈঠক হয়েছে।'


আরও পড়ুন- ত্রিপুরায় TMC-র সৈন্যবাহিনীর নেতৃত্বের ভার 'সেনাপতি' Abhishek-কে সঁপলেন Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)