জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবারই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন যে একশো দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে টানা ৪৮ ঘণ্টা ধরনায় বসবেন তিনি। রেড রোডে মমতার ধরনার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এরপরেই আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেই দিল্লির পথে মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই উঠছে প্রশ্ন। শুধু কি 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' বৈঠকেই যাচ্ছেন তিনি, নাকি বসতে পারেন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গেও, কথা বলতে পারেন মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Exclusive | Dev: ভোটের মুখে জল্পনা উসকে ৩ পদ থেকে ইস্তফা দেবের...


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধরনায় বসেছেন মমতা। ধরনা মঞ্চ থেকেই লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন তিনি। মমতার দাবি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হবে না। কেন্দ্রের কাছে ভিক্ষা নয়, ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে মমতা সরকার। পাশাপাশি আবাস প্রকল্প নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণের সুর বাঁধলেন মমতা। 


২৫ মাস টাকা আটকে রেখেছে কেন্দ্র। মমতার তোপ, আমরা ভিক্ষে চাই না। বকেয়া টাকা মেটানোর আশ্বাস দিয়ে তাই এদের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। এমনকী সংখ্যালঘুদের বাড়ি প্রথমে বানিয়ে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে মমতা বলেন, আবাসনের ১১ লক্ষ ‘ক্লিয়ার করেও করেনি’। মমতা জানান, 'আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।' 


আরও পড়ুন- Jhargram: মাধ্যমিকের ব্যস্ততার সুযোগে বনভূমি থেকে মোরাম চুরি-পাচার!


শনিবার তাঁর ধরনামঞ্চে দেখা গেল দিল্লির প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদবকে। আপ ছেড়ে তিনি নিজের রাজনৈতিক দল খুলেছেন। ধরনার পরেই শোনা যাচ্ছে ৬ তারিখ দিল্লি যাওয়ার পরেরদিন, ৭ ফেব্রুয়ারি 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' বিষয়ক হাই লেভেল কমিটির বৈঠকে যোগ দিতে পারেন তিনি। ওই কমিটিকে আগেই চিঠি লিখে নিজের অসহমতির কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী। যে দলগুলি 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'-এ অসহমতি জানিয়েছে, তাঁদের সঙ্গে বৈঠক করবেন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৮ ফেব্রুয়ারি আবার কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর। এক অর্থে বলতে গেলে এবার মমতার দিল্লিযাত্রা সর্বার্থেই হাইভোল্টেজ। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)