ওয়েব ডেস্ক: আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল দশ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক তাঁর। কংগ্রেস সভানেত্রীর আমন্ত্রণেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা।


রাজনৈতিক মহলের ধারনা, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে একটি বিরোধী অক্ষ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। ২০১৯ সালে মোদীকে রুখতে মরিয়া বিরোধী শিবির। কিন্তু, একা কোনও দলের পক্ষে তা সম্ভব নয়। সংখ্যাতত্ত্ববিদরা হিসেব দিয়েছেন, বিরোধী দলগুলি একজোট হলে মোদীকে রোখা সম্ভব। যেমনটা হয়েছে বিহারে। দেশজুড়ে কি বিহার মডেল কার্যকর হবে? মঙ্গলবার সনিয়া-মমতা বৈঠকে এ নিয়ে আলোচনার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। (আরও পড়ুন- 'পদত্যাগ' করতে চলেছেন যোগী আদিত্যনাথ ও মনোহর পার্রিকর!)