শেখ হাসিনার সম্মানে `রাইসিনা হিলস`-এ নৈশভোজ; উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। সেই উপলক্ষে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ছাড়়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। সেই উপলক্ষে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ছাড়়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কথা হতে পারে তাঁর। আলোচনা হতে পারে শেখ হাসিনার সঙ্গেও। সেখানে উঠে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন- বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়
গতকালও শেখ হাসিনার ডাকে রাষ্ট্রপতি ভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দু'জনের মধ্যে বেশকিছুক্ষণ আলোচনা হয়। শেখ হাসিনাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা হয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়েও।