নিজস্ব প্রতিবেদন: জাতীয় স্তরে আবার তৃতীয় ফ্রন্টের জল্পনা জোরদার। আর সেই সম্ভবনায় উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের কথা এবার নতুন করে উস্কে দিল এই জল্পনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি বিরোধী জোট তৈরিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের খবর, বিজেপির বিরুদ্ধে কি ফেডারেল ফ্রন্ট গঠন করা হবে? আবার কি জাতীয় স্তরে তৃতীয় ফ্রন্টের উদয় হবে? এই সম্ভবনা নিয়েই এখন জাতীয় স্তরে চলছে বিস্তর আলোচনা।


আরও পড়ুন: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মমতার! ২০১৯ নির্বাচনে অবিজেপি জোট জল্পনা তুঙ্গে


সম্প্রতি করুণানিধি পুত্র তথা ডিএমকে-এর কার্যনিবাহী সভাপতি এম কে স্ট্যালিন দাবি করেন, ‘‘৪ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন। মমতা তৃতীয় ফ্রন্টের কথা বলেন।’’ তিনি আরও বলেন, ‘‘ইউপি-তে রয়েছি। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব।’’ 


আরও পড়ুন: শপথের আগেই ত্রিপুরায় তাণ্ডব ভাবী শাসকদলের, অভি‌যোগ সিপিএমের


উল্লেখ্য, এর আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখর রাও টুইট করেন, ‘‘২০১৯-এ বিজেপিকে ঠেকাতে আঞ্চলিক দলগুলির একজোট হয়ে কাজ করা উচিত।’ টুইটারে রাও আরও দাবি করেন, ‘‘এই প্রস্তাবে সায় রয়েছে বলে তাঁকে ফোনে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’অবিজেপি জোট গঠন করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, তা এর থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।