সুতপা সেন: বছর ঘুরলেই লোকসভা ভোট। বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা।  'প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া', বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোাধ্যায়। তাঁর বার্তা, 'আমরা দেশকে বাঁচাতে চাই। কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: INDIA Meeting in Mumbai: নজরে ইন্ডিয়া জোটের বৈঠক; আসছে নতুন লোগো, হবে কো-অর্ডিনেশন কমিটি


ইন্ডিয়া জোটের বৈঠকের এখন ২ দিন দেরি। আজ, বুধবার মুম্বই পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সোজা অমিতাভ বচ্চনের বাড়ি  'জলসা'য়। কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ-জয়া। বিগ-বি-র হাতে রাখি বাঁধেন তৃণমূলনেত্রী। 


এর আগে, ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। ১ সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে হতে চলেছে মুম্বইয়ে। মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সবাই একই এবং ইন্ডিয়া পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাতে চাই।  কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়। প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া'।


এদিকে লোকসভা লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল, মঙ্গলবার  মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। মমতা বলেন, 'বাড়িয়েছিল কত! বাড়াল ৮০০, কমাল ২০০। কোনও দোকানে গেলে, প্রথম বলবে এটার দাম এত! তারপর লোকে বলে ১০০ টাকা কম কর, ৫০ টাকা কম কর, তাহলে ২৫ টাকা কম করে। এই গ্যাসের যদি ৯০০ হয়, তাহলে কী করে পরিবার চলবে? দেশে অনেক গরীর পরিবারও আছে'। 


এদিন উদ্ধব ঠাকরের বাসভবন 'মাতশ্রী'-তে যান মমতা। সেখানে দিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রাখি পরান তিনি। আগামিকাল, বৃহস্পতিবার শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রেও যোগ দেবেন মমতা।


আরও পড়ুন: Mamata Banerjee: 'বাড়াল ৮০০, কমাল ২০০', কেন্দ্রকে কটাক্ষ মমতার



(Zee24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)