নিজস্ব প্রতিবেদন: অস্থাভোটের আগেই ইয়েদুরাপ্পার ইস্তফায় উজ্জীবিত দেশের বিরোধী শিবির। এদিন কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পা ইস্তফা ঘোষণা করতেই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পথ প্রসস্ত হওয়ায় দেবেগৌড়া, কুমারস্বামী ও কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, 'গণতন্ত্রের জয় হয়েছে। কর্ণাটকবাসীকে শুভেচ্ছা। শুভেচ্ছা দেবেগৌড়া, কুমারস্বামী, কংগ্রেস ও অন্যান্যদের। এটা 'আঞ্চলিক' জোটের জয়।'


 



গত সোমবার কর্ণাটকের ভোটের ফল বেরোতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলনেত্রী। বলেছিলেন, কংগ্রেস - জেডিএস জোট হলে ভোটের ফল অন্যরকম হতে পারত। শনিবার আস্থাভোটের আগে ইয়েদুরাপ্পার ইস্তফার মমতার দ্রুত প্রতিক্রিয়ায় স্পষ্ট, ২০১৯-কে পাখির চোখ করে জাতীয় রাজনীতিতে কড়া নজর রেখেছেন তিনি।