নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে হারাতে সবাইকে একসঙ্গে আসতে হবে। সনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,'বিজেপিকে হারাতে সবাইকে এক হওয়া জরুরি। আমি একা কিছু নই। সবাই মিলে কাজ করতে হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সাড়ে চারটে নাগাদ সনিয়ার বাসভবন ১০ জনপথে পৌঁছে যান মমতা (Mamata Banerjee)। বৈঠকে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। বেরিয়ে মমতা (Mamata) জানান,'সনিয়াজি চায়ের আমন্ত্রণ করেছিলেন। রাহুলজিও ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি পেগাসাস ও কোভিড নিয়েও। বিরোধীদের জোট নিয়ে কথা হয়েছে। খুব ভালো এবং ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করি ইতিবাচক ফল বেরিয়ে আসবে অদূর ভবিষ্যতে।'  


জোটের নেতৃত্ব কি আপনি থাকবেন? মমতা বলেন,'আমি লিডার নই, ক্যাডার। হম তো স্ট্রিট কা আদমি হ্যায়।'



একুশের মঞ্চেই ২০২৪-কে মাথায় রেখে জোট গঠনের ডাক দিয়েছিলেন মমতা। তার পর সোমবার বেরিয়ে পড়েন দিল্লি সফরে। মঙ্গলবার মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মা। বুধবার নেত্রীকে চা-চক্রে আমন্ত্রণ করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। সেই বৈঠক 'ইতিবাচক' হয়েছে বলে বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)।


আরও পড়ুন- বিরোধী জোটের নেতৃত্বে কে? Mamata বললেন,'আমি জ্যোতিষী নই'


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)