নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে এখনও ঢের সময় রয়েছে। তবে এখন থেকে বিরোধী জোটের পরিকল্পনা করা উচিত বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন,'লোকসভা ভোট এখনও দেরি আছে। তবে পরিকল্পনা তো আগে থেকে করতে হয়। উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও পঞ্জাবের নির্বাচন আছে তার আগে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার দিল্লিতে মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা কমল নাথ (Kamal Nath) এবং আনন্দ শর্মা (Anand Sharma)। আগামিকাল, বুধবার সনিয়া গান্ধীর সঙ্গে চা-চক্র মমতার। প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ সেরে মুখ্যমন্ত্রী বলেন,'দিল্লিতে পুরনো বন্ধুরা আছেন। কমলনাথ ও আনন্দ শর্মা এসেছিলেন। আরও অনেকে আসবেন। তাঁদের সঙ্গে পুরনো ও নতুন দিনের কথা বলি। কাল সনিয়াজি চা পানে ডেকেছেন। চায়ে-পে চর্চা করতে যাব। অরবিন্দজিকে পরশু দিন সময় দিয়েছি। সাক্ষাৎ করতে চেয়েছিলেন শাবানা আজমি ও জাভেদ আখতার। তাঁদের সময় দিয়েছি। কোভিড পরিস্থিতি কাটলে একসঙ্গে কাজ করব।' মমতাকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা। টুইটারে আছড়ে পড়েছে #AbkiBaarDidiSarkar। আপনিই কি নেতৃত্ব দেবেন? সাংবাদিকদের প্রশ্নে এ দিন মুখ্যমন্ত্রী জানান,'আমি নেতৃত্ব দেব না। দেশ নেতৃত্ব দেবে। আমরা ফলোয়ার।'   


একুশের মঞ্চে যত তাড়াতাড়ি সম্ভব বিরোধী ফ্রন্ট তৈরির আহ্বান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লিতে সনিয়ার সঙ্গে তাঁর বৈঠক সেই লক্ষ্যেই বলে মনে করছেন অনেকে। মমতার জোট-তদ্বিরে 'অতীত' স্মরণ করিয়ে দিয়েছে বিজেপি (BJP)। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন,'সমমনোভাবাপন্ন দল হলে তো একটা নেতা থাকত। সেটা তো আমরা দেখতে পাইনি গত নির্বাচনে। সমমনোভাবাপন্ন ৯ জনকে উপস্থিত করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৯ সালের ভোটের পর ৩ জনকেও একসঙ্গে দেখা যায়নি।'     


আরও পড়ুন- কোভিডকালে বাংলায় অনাথ মাত্র ২৭ শিশু! রাজ্যের তথ্যে 'বিশ্বাস নেই' সুপ্রিম কোর্টের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)