জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়া জোটের রাশ কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই জল্পনাই এবার তেজি হচ্ছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যাকে ইন্ডিয়া জোটের দায়িত্ব দেওয়া দাবি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবি করল ইন্ডিয়া জোটের একাংশ। হরিয়ানা, মহারাষ্ট্রের ভোটের পর কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সরব হয়েছিল সমাজবাদী পার্টি। এবার জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে রাজি অখিলেশের দলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অসম সীমান্তে ভারতে ঢুকে মন্দির মেরামতির কাজ রুখে দিল বিজিবি


জাতীয় রাজনীতিতে এই জল্পনা প্রথম নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী জাতীয় রাজনীতিতে কেউ নেই। অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, বহুবারের সাংসদ থেকেছেন। গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যান্য অনেকের দিকে থেকে অনেকটাই এগিয়ে। তেজস্বী যাদব বা অখিলেশ যাদবের মতো নেতা মমতার খুব কাছের মানুষ।


আজ সপা মুখপাত্র উদয়বীর সিং বলেন, লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জায়গা করে নিয়েছেন। উনি নেতৃত্ব দিতে পুরোপুরি সক্ষম। আমাদের সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। ওই নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। বাকীটা জোটের সদস্যদের ঠিক করতে হবে কী করা হবে।   


উল্লেখ্য, রাজ্যের ৬ বিধানসভা আসনে তৃণমূলের জয়ের পর ইন্ডিয়া জোটের দায়িত্ব মমতা বন্দ্য়োপাধ্যায়কে দেওয়ার ব্যাপারে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে কিছুই নেই। মানুষের ভরসা, বিস্বাস, আস্থা হল মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে পশ্চিমবঙ্গে কোনও বিরোধী দলনেতা পাওয়া যাবে না। অন্যান্য রাজনৈতিক দল যখন পিছিয়ে পড়ছে তখন ইগো ছেড়ে দিয়ে বিরোধী দলেগুলির জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত। বিরোধীদের কাছে আপিল করব, মমতাকে মেনে নিন।


সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম। আমি তো জোটের নেতৃত্ব দিচ্ছি না। যারা লিডার তাদের সবদিক দেখা উচিত। আমার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে। বাংলা ছেড়ে যাব না। কিন্তু এটা বলতে পারি এখানে বসে কাজ চালিয়ে যেতে পারব।


এই মুহূর্তে বিজেপিকে হারিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস। যে রাজনৈতিক দল  বিরোধী জোটে রয়েছে তারা কেন কংগ্রেসকে মেনে নেবে? সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে। জোটে রাহুল গান্ধীর যে অভিজ্ঞতা তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা চলে না। শিবসেনা, সপার তরফে মমতার পক্ষে আওয়াজ উঠেছে। এমনকি বামপন্থীরাও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে তারা সরাসরি মমতার কথা বলতে পারছেন না রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)