নিজস্ব প্রতিবেদন: চন্দ্রবাবু নাইডুর এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, বর্তমান পরিস্থিতিতে এটাই হওয়া উচিত। দেশ বাঁচাতে এমন সিদ্ধান্তই প্রয়োজন। স্বৈরাচার, আর্থিক বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সব বিরোধী দলকে আর্জি জানিয়েছেন তিনি।


আরও পড়ুন- এনডিএ জোটে জোর ধাক্কা, বিজেপির সঙ্গ ছাড়ল তেলুগু দেশম পার্টি


উল্লেখ্য, শুক্রবার সকালেই টুইট করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে বেরিয়া আসার কথা জানিয়েদেন চন্দ্রবাবু নাইডু। দীর্ঘদিন ধরে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছিল চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি। কিন্তু বিজেপির তরফ থেকে সেই দাবি যে মানা সম্ভব নয়, সে কথা স্পষ্ট করে দেওয়া হয়। এরপরই কেন্দ্রীয় ক্যাবিনেট থেকে দুই মন্ত্রীকে সরিয়ে নেয় টিডিপি। এর পাল্টা হিসাবে অন্ধ্র সরকার থেকেও তাদের দুই বিধায়ককে তুলে নেয় বিজেপি। কিন্তু এত সবের পরও এনডিএ-এর অংশ হিসাবেই ছিল টিডিপি। এদিন সেই গাঁটছড়াও ছিন্ন হল।