জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিবসেনার (Shiv Sena) মধ্যে ভাঙনের জেরে সরকার বদলে গিয়েছে মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) সরিয়ে বিজেপির সাহায্যে তাঁর দলেরই বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক মহলে এই পালাবদল নিয়ে যে তরজা চলছে সোমবার তাতে নতুন মাত্রা যোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একনাথ শিন্ডে সরকারের আস্থা ভোটের আগে, এনসিপি সুপ্রিমো দাবি করেছিলেন যে শিন্ডে-বিজেপি সরকার ছয় মাসের বেশি টিকবে না। তাদের সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবার মমতাও শরদ পাওয়ারের মন্তব্যে সমর্থন জানালেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শিন্ডে-বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। পদ্মশিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে অগণতান্ত্রিক উপায়ে সরিয়েছে। তাদের সরকার বেশিদিন টিকবে না।" উল্লেখ্য, উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো। মমতার সঙ্গে বিরোধী ঐক্যে যোগ দিতে চলেছেন উদ্ধব ঠাকরে। মুম্বই গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে একাধিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। এমনকি ২০২১-এর নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ক শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন উদ্ধব ঠাকরে।


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, 'বিদ্রোহী শিবসেনা বিধায়কদের টাকা দিয়ে কিনেছে বিজেপি। আসামে বিজেপি বিদ্রোহী শিবসেনার বিধায়কদের হাতে রাখার জন্য টাকা ছড়িয়েছে।'


বিজেপিকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'এই নির্বাচনে মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ভোট দেবে। যারা পারিবারতন্ত্রের রাজনীতির বিষয় নিয়ে কথা বলছেন তাদের নিজের পরিবারের সদস্যরা একাধিক পদে রয়েছেন।' বিসিসিআই সেক্রেটারি হওয়ায় অমিত শাহের ছেলেকেও কটাক্ষ করেন মমতা।


আরও পড়ুন, Video: ক্যাফে বৃদ্ধাকে আলিঙ্গন, প্লেট থেকে খাবার তুলে দিলেন রাহুল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)