যাদের আধার কার্ড নেই তাদের পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জী
আধার কার্ড নিয়ে কেন্দ্র ক্রমশ কড়া অবস্থান নেওয়ায় সমস্যায় পড়তে চলেছেন এরাজ্যের বাসিন্দাদের একটা বড় অংশ।
ওয়েব ডেস্ক: আধার কার্ড নিয়ে কেন্দ্র ক্রমশ কড়া অবস্থান নেওয়ায় সমস্যায় পড়তে চলেছেন এরাজ্যের বাসিন্দাদের একটা বড় অংশ।
আধার কার্ড না থাকলে মিলবে না রান্নার গ্যাসের ভর্তুকি। আধার না থাকলে কাটা যাবে না ট্রেনের টিকিটও। এমনকি আধার কার্ড না থাকলে স্কলারশিপ পাবেন না ছাত্রছাত্রীরা। পরপর এমনই কতকগুলি নির্দেশ জারির পথে চলেছে কেন্দ্র।
ইতিমধ্যে আধার কার্ড ইস্যু করার দায়িত্ব পুরসভা ও পঞ্চায়েতের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের হাতে। কেন্দ্রের এই সব নির্দেশ কার্যকর হলে রীতিমতো সমস্যায় পড়তে হবে রাজ্যের বাসিন্দাদের। রাজ্যবাসীর এই সব সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
এবার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক
আগামি সপ্তাহেই এই চিঠি লিখবেন তিনি। আধার কার্ড সংক্রান্ত সিদ্ধান্ত গুলি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে অনুরোধ করবেন তিনি।