ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে যতই পাকিস্তানে রূপান্তরিত করার স্বপ্ন দেখুন না কেন, সেই স্বপ্ন অধরাই থেকে যাবে, টুইট্যারে মন্তব্য বিজেপি সাংসদ গিরিরাজ সিংহের। এক্ষেত্রে মমতার বিরুদ্ধে 'মুসলিম তোষণে'র অভিযোগকেই আবারও সামনে এনেছেন গিরিরাজ। প্রসঙ্গত, বিজেপি বাংলা দখলের জন্য বিশেষ পদক্ষেপ নিতেই কয়েক দিন ধরে তৃণমূলের মুখে দিল্লি দখল করার 'আস্ফালন' শোনা যাচ্ছে। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "তৃণমূলকে এত ভয় পাচ্ছেন কেন (বিজেপির উদ্দেশ্যে)? কারণ, আপনারা খুব ভাল করেই জানেন যে আগামী দিনে তৃণমূলই দিল্লি দখল করবে"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




উল্লেখ্য, সাম্প্রতিক কালে রামনবমী-হনুমান জয়ন্তীর মতো অনুষ্ঠানের মাধ্যমে বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় 'দাপট' দেখিয়েছে গেরুয়া বাহিনী। সেই রেস ধরেই বাংলার মাটিকে পদ্ম চাষের জন্য উর্বর করে তুলতে গত মঙ্গলবারই তিন দিনের রাজ্য সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ। রাজ্য সফরের এসে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে উন্নয়নের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে রয়েছে তাই তুলে ধরেন অমিত। অবশ্য অমিত শাহর পাল্টা পরিসংখ্যান প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতাও জনসমক্ষে তুলে ধরেন কতটা এগিয়ে বাংলা। আর এসবের মধ্যে, মমতার বিরুদ্ধে বিজেপির 'তুষ্টিকরণে'র রাজনীতির অভিযোগ তো রয়েইছে। এবার আবারও সেই 'তুষ্টিকরণে'র রাজনীতিকে সামনে রেখেই মমতাকে বিঁধলেন নাওয়াদার সাংসদ। (আরও পড়ুন- নারদ তদন্তে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের ED-র)