UP News: আচমকাই ৫ বছরের শিশুকে ধরে বার বার মাটিতে আছাড় পুণ্যার্থীর, ভাইরাল ভিডিয়ো
UP News: ওই দৃশ্য দেখে ওমপ্রকাশের দিকে দৌড়ে যায় আসপাশের লোকজন। তার হাত থেকে শিশুটিকে নিয়ে নেওয়া হয়। ততক্ষণে অবশ্য সব শেষ। শিশুটি নেতিয়ে পড়তেই জনতার রোষ গিয়ে পড়ে ওমপ্রকাশের উপরে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মথুরার গোবরধন এলাকায় ভয়ংকর কাণ্ড। প্রকাশ্য রাস্তায় শিশুকে মাটিতে আছড়ে মারে মেরে ফেলল এক ব্যক্তি। অভিযোগ, সপ্তকোশী যাত্রার সময় ওই কাণ্ড করে বসেন ওমপ্রকাশ(৫২) নামে এক ব্যক্তি। সপ্তকোশী যাত্রার পুণ্যার্থীদের জন্য একটি দোকান চালাচ্ছিলেন নিহত শিশুটির বাবা। সেইসময় ওই ঘটনা ঘটে। শনিবার ওই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের মথুরায়। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- 'হাসপাতালে যাদবপুরের মৃত পড়ুয়ার মৃত্যুকালীন জবানবন্দি নিতে বাধা পুলিসকে' !
কী কারণে ওই ব্যক্তি ওই কাণ্ড করলেন তা এখনও স্পষ্ট নয়। সপ্তকোশী যাত্রা পথে ওই শিশুটির বাবা দোকান চালাচ্ছিলেন। বাইরে খেলছিল ৫ বছরের শিশুটি। এর মধ্যে আচমকাই ওই শিশুটিকে মাথার উপরে তুলে আছাড় মারে গেরুয়া বসনধারী ওমপ্রকাশ। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে দৌড়ে শিশুটির কাছে গেল ওমপ্রকাশ। তারপর শিশুটিতে মাথার উপরে তুলে বারবার মাটিতে আছাড় মারতে থাকে।
ওই দৃশ্য দেখে ওমপ্রকাশের দিকে দৌড়ে যায় আসপাশের লোকজন। তার হাত থেকে শিশুটিকে নিয়ে নেওয়া হয়। ততক্ষণে অবশ্য সব শেষ। শিশুটি নেতিয়ে পড়তেই জনতার রোষ গিয়ে পড়ে ওমপ্রকাশের উপরে। তাকে বেধড়ক পেটায় জনতা. গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পুলিসের বক্তব্য, ওম প্রকাশের শারীরিক অবস্থা খানিকটা সুস্থ হয়ে গেলে কেন ওই কাণ্ড সেই সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যেতে পারে।
ওই ঘটনার পর এলাকার পরিক্রমা মার্গ অবরোধ করে বিক্ষুব্ধ মানুষজন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। জেলা পুলিস সুপার ত্রিগুণ বিসেন বলেন, ওই সাধুকে জিজ্ঞাসবাদ করার পরই ঘটনার কারণ জানা যাবে। হাসপাতালে ও সুস্থ হলেও ওকে জেরা করা হবে।