ওয়েব ডেস্ক : ম্যাট্রিমনি ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়। কিন্তু, সেদিন কী তিনি জানতেন যে নিয়তিতে এমন পরিণতি অপেক্ষা করছে তাঁর জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের দাদর এলাকার বাসিন্দা এক ৩৪ বছরের এক মহিলা। একটি ম্যাট্রিমনি ওয়েবসাইটের মাধ্যমে ২০১৬ সালে তাঁর সঙ্গে পরিচিতি হয় আরিয়ন প্যাটেল নামে এক ব্যক্তির। শুরু হয় মোবাইল ফোনে কথা। ঠিক হয় একদিন দেখা করে বিয়ের কথা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সেই অনুসারে চলতি বছরের ১১ জুলাই দাদরের একটি রেস্তরাঁয় ওই যুবকের সঙ্গে দেখা করেন মহিলা। কথা হয় দুই বাড়িতেই বিয়ে নিয়ে কথা বলা হবে।


আরও পড়ুন- এই অফিসে হেলমেট মাথায় দিয়ে কাজ করাটাই দস্তুর!


যুবতীর বক্তব্য, ওই ব্যক্তি তাঁর জন্য একটি আংটি বানাতে চায় বলে তাঁকে জানায়। সঠিক মাপের জন্য তাঁর হাতের একটি আংটিও চায় সে। যুবকের কথা অনুসারে তাকে নিজের হাতের ১ লাখ টাকা মূল্যের একটি আংটি খুলে দেন যুবতী। অভিযোগ, আংটিটি হাতে নিয়েই বন্ধুকে ফোন করার অছিলায় রেস্তোরাঁ  থেকে বেরিয়ে যায় যুবক। দীর্ঘক্ষণ ফিরে না আসায় তাকে খুঁজতে বাইরে আসেন যুবতী। ততক্ষণে আংটি নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত যুবক। ফোন করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।


প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অবশেষে আরিয়ন প্যাটেলের বিরুদ্ধে খার পুলিস থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু হয়েছে।