নিজস্ব প্রতিবেদন : সিগারেটের দোকান কোথায়? ঠিক এই প্রশ্ন করতেই রাজধানীর এক যুবকের হল চরম পরিণতি।সিগারেটের দোকানের ঠিকানা জিজ্ঞাসা করায় খুন করা হল এক ব্যক্তিকে। নৃশংস এই ঘটনাটি দিল্লির বিজয়বিহার এলাকার। নিহত যুবকের নাম রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কেরলের বন্যা 'জাতীয় বিপর্যয়' নয়, 'গুরুতর দুর্যোগ' ঘোষণা কেন্দ্রের


রবিবার রাতে ভাইপো নবীনের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন ২৯ বছর বয়সী রাহুল। ওই দিনই নবীনের বাড়িতে এসেছিলেন রাহুল। রাতে বাড়ি ফেরার সময় রাহুলকে রাস্তায় ছাড়তে এসেছিলেন নবীন। সেইসময়ই রাস্তায় ধূমপানের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এক ব্যক্তিকে সিগারেটের দোকানের কথা জিজ্ঞাসা করলে ওই ব্যক্তির সঙ্গে বচসা বেঁধে যায় দুজনের। বচসার মধ্যেই তার সঙ্গীদের ডাকতে শুরু করে ওই ব্যক্তি। এরপরেই রাহুল ও নবীনকে পেটাতে শুরু করে সাত-আট জনের দুষ্কৃতী দল।


আরও পড়ুন - বাজপেয়ীর স্মরণসভায় আসতে চেয়েছিলেন রাহুল! কেন এলেন না, জানেন?


এরপর কোনও মতে রাহুলকে নিয়ে হাসপাতালে যান নবীন। সেখানেই রাহুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলেন রাহুল। নবীনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিস। দুষ্কৃতীদের ছবি আঁকা হচ্ছে নবীনের দেওয়া বিবরণের ওপরে ভিত্তি করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।