জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ তো ভারী জ্বালা! মানুষের জীবনে কতরকম চড়াই-উতরাই না আসে! 'বাবা আমার কি বিয়ে হবে না!' থেকে কখন যে 'দিল্লির লাড্ডু যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়!' হয়ে যাবে, তা আপনি ধরতেই পারবেন না। বিশেষ করে বিয়ে নিয়ে যত উৎসাহ পুরুষদের থাকে, বিয়ের পর ঠিক ততটাই বিরক্তি থাকে! বদনাম বেশিরভাগ সময় বউ মহলেরই। সেই বউয়ের উপর রাগ করে, বিরক্ত হয়ে চলে কত কাণ্ড! বন্ধুদের সঙ্গে লম্বা আড্ডা, লুকিয়ে দুটো সিগারেট বেশি টানা আরও কত কী! তা বলে গাছের উপর উঠে বসে থাকবে! সম্প্রতি এরকমই একটা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার কোপাগঞ্জ এলাকায়। গল্প মনে হলেও সত্যি ঘটনা!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  পিরিয়ড আসলে পবিত্রই, না জানলে জেনে নিন! কারণ...


এক নয়, দুই নয়, ছ'মাস ধরে বউয়ের সঙ্গে ঝামেলা চলছে ৪২ বছর বয়সী রাম প্রবেশের। স্ত্রীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ। সেখান থেকেই বিয়ে এবং বউয়ের উপর এল তীব্র বিতৃষ্ণা। যেমনই ভাবনা তেমনই কাজ। রাম প্রবেশ ভেবে নিলেন বাড়ি ছাড়বেন। কিন্তু যাবেন কোথায়? সোজা উঠে গেলেন বাড়ির পাশের তাল গাছে। সেই তাল গাছ আবার সত্যিই এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে - উঁকি মারে আকাশে...! মানে, পাক্কা ৮০ ফুট লম্বা। ফলে উঠতে দম লাগে। সাহস লাগে। শক্তি লাগে। তবে কথা হচ্ছে, বিষয়টা যখন বউকে শিক্ষা দেওয়া, এখন এইটুকু কষ্ট তো করাই যায়! রাম প্রবেশের ভাগ্যে কেষ্টও তো মিলতেই পারে! তবে মিলেছে কি?  


সেই যে উঠলেন, এক মাস হয়ে গিয়েছে। স্ত্রীর ব্যবহারে তিনি এতটাই বিরক্ত হয়েছেন যে নীচে নামার ইচ্ছাটুকুও নেই। তাঁর পরিবার, খাবার এবং জল একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম উপর থেকে সেই দড়ি টেনে খাবার টুক করে তুলে নিয়ে আবার দড়ি ঝুলিয়ে দেন। স্থানীয়দের দাবি, রাত্রিবেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই। তাতে রাজি না হওয়ায় অবশেষে পুলিশ ডেকে নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ যায়। পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুমকিও দিলেন। লাভ হল না কিছুই। অবশেষে তাঁরা একটা ভিডিও করে ফিরে যান। রাম প্রবেশের গ্রামের প্রধান দীপক কুমার জানান, গ্রামবাসীরা তাল গাছে তাঁর বসবাস নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করেছেন। গাছের চারদিকে অনেক বাড়ি আছে এবং গাছের উপর থেকে সে সেই বাড়িগুলিতে লক্ষ্য রাখে। এতে গ্রামবাসীদের গোপনীয়পতা নষ্ট হচ্ছে। গ্রামের অনেক মহিলাও এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। আমরা পুলিশকেও 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)U