নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সেনার হাতে আসছে বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। বুধবার ওই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল ভারত। এটি তৈরি করেছে ডিআরডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আজই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের আরও ১ বিধায়ক


বুধবার রাতে রাজস্থানের মরুভূমিতে ওই ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিশাইলের পরীক্ষা করে ডিআরডিও। এটির পাল্লা সর্বাধিক ২.৫ কিলোমিটার। ডিআরডিও ওই ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভিইএম এর সঙ্গে যৌথ উদ্দোগ্যে।



আরও পড়ুন-'সুবিধাবাদী' অর্জুনের বিজেপিতে যোগদানে শুভেচ্ছা দীনেশ ত্রিবেদীর


ট্যাঙ্ক যুদ্ধে সেনার শক্তি বাড়াতে দেশিয় প্রযুক্তিতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফ্রান্স থেকে ৩০০০ মিলান ২টি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষপণাস্ত্র কিনছে ভারত। এর জন্য খরচ পড়বে কমপক্ষে ১০০০ কোটি টাকা।


এর আগে ২০১৬ সালে এই ধরনের একটি বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ডিআরডিও। বুধবার যেটি পরীক্ষা করা হয়েছে সেটি হল তৃতীয় প্রজন্মের। এর প্রথম পরীক্ষা হয় ২০১৪ সালে।  


-ফাইল চিত্র