WATCH | Drunk Man on Electric Pole: `মদ খাওয়ার টাকা দাও!` মা মুখ ফেরানোয় ছেলে রাগে সটান ইলেকট্রিক তারের উপর...
WATCH | Drunk Man on Electric Pole: জানা গেল পরে, মদ্যপ অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে সুখের ঘুম দিচ্ছে সে। মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কথা বারবার শোনা যায় কিন্তু এইরকম পোলে উঠে ঘুমের তাণ্ডব একদমই নতুন। ৩২ বছর বয়সি যুবকের ভয়ঙ্কর কীর্তিকলাপ দেখে রীতিমতো মাথায় হাত দেওয়ার অবস্থা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিলহাল হাস্যকর কিন্তু অ্যালার্মিং ঘটনা প্রকাশ্যে এসেছে। ৩২ বছরের এক যুবক সটান উঠে পড়ল গ্রামের ইলেকট্রিক পোলের উপর। সেখানেই এক হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে পড়ল সে। যেন কোন কিছুই না বিষয়টি। জানা গেল পরে, মদ্যপ অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে সুখের ঘুম দিচ্ছে সে। মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কথা বারবার শোনা যায় কিন্তু এইরকম পোলে উঠে ঘুমের তাণ্ডব একদমই নতুন। ৩২ বছর বয়সি যুবকের ভয়ঙ্কর কীর্তিকলাপ দেখে রীতিমতো মাথায় হাত দেওয়ার অবস্থা।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মান্যম জেলায়। জানা গেছে, ৩১ ডিসেম্বর বছরের শেষদিন উল্লাসের সঙ্গে পালন করার জন্য মদ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে সে। কিন্তু কোনভাবে টাকা পয়সা না থাকায় চেঁচামেচি করে উঠে পরে খুঁটির উপর। যদিও যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে নীচ থেকে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। পুলিসি তদন্তে জানা গিয়েছে, মায়ের কাছে টাকা না পেয়ে রাগে মদ্যপ অবস্থায় এই সিদ্ধান্ত নেন যুবক।