Ayodhya Ram Mandir Pran Pratishtha: রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময়ই হার্ট অ্যাটাক ভক্তের! লুটিয়ে পড়লেন মন্দির চত্বরে, শেষে...
Ayodhya Ram Mandir, Devotee Heart Attack: হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টা-ই হচ্ছে ক্রিটিক্যাল গোল্ডেন আওয়ার। সেইসময় ঠিকমতো চিকিৎসা পেলে প্রাণে বেঁচে যেতে পারেন রোগী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামলালার প্রাণপ্রতিষ্ঠার মাঝেই অযোধ্যায় হার্ট অ্যাটাক এক রাম ভক্তের। ভারতীয় বায়ুসেনার ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা টিমের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি খানিক স্থিতিশীল হওয়ার পর তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, এদিন অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ শ্রীবাস্তব নামে ৬৫ বছরের ওই প্রৌঢ়। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান যখন চলছে, তখন মন্দির চত্বরেই বসেছিলেন রাম ভক্ত রামকৃষ্ণ শ্রীবাস্তব। আচমকাই বুকে ব্যথা ওঠে। হার্ট অ্যাটাক হয় তাঁর। লুটিয়ে পড়েন মন্দির চত্বরেই। সঙ্গে সঙ্গেই উইং কমান্ডার মণীশ গুপ্তার নেতৃত্বে BHISHM কিউব অত্যন্ত তৎপরতার সঙ্গে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই স্থল থেকে। অন-সাইট সিপিআর দেওয়া হয়। বলা হয়, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টা-ই হচ্ছে ক্রিটিক্যাল গোল্ডেন আওয়ার।
সেইসময় ঠিকমতো চিকিৎসা পেলে প্রাণে বেঁচে যেতে পারেন রোগী। এক্ষেত্রেও তাই হয়। ঠিক সময় চিকিৎসা পাওয়ায় প্রাণে বেঁচে যান ৬৫ বছরের রামকৃষ্ণ শ্রীবাস্তব। জানা গিয়েছে, আচমকাই রামকৃষ্ণ শ্রীবাস্তবের রক্তচাপ অনেকটা বেড়ে গিয়েছিল। রক্তচাপ হয়ে গিয়েছিল ২১০/১৭০। মন্দির চত্বরেই প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর প্রাথমিক বিপদ কেটে যায়। তারপর শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হওয়ার পর তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে।
প্রসঙ্গত, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে আরোগ্য মাত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মন্দির চত্বরেই ২টো কিউব BHISHM মোবাইল হাসপাতাল তৈরি করা হয়েছিল। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সহায়তা দেওয়ার জন্যই কিউব BHISHM মোবাইল হাসপাতাল তৈরি করা হয়। বিপর্যয় মোকাবিলায় এই মোবাইল হাসপাতালে রয়েছে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য দরকারি যন্ত্রপাতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)