RamLala First Look | Ram Mandir Pran Pratishtha: হিরের মুকুট-হার, ফুলের মালায় সুসজ্জিত রামলালা! দেখুন প্রথম ছবি...

First Look of Ram Lalla : কালো পাথরে তৈরি রামলালার মূর্তি। ৫১ ফিট উঁচু মূর্তিতে ৫ বছরের শিশুর মুখ। এটাই রামলালার বিগ্রহের অন্যতম বৈশিষ্ট্য।

Jan 22, 2024, 13:58 PM IST
1/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্য়ায় নিজের ফিরলেন রামলালা। অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার।

2/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। রামলালার মূর্তি উন্মোচন করেন। 

3/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

মাথায় হিরের মুকুট, কপালে টিকা, গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে,  ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা।   

4/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত হয়ে রামমন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শুরু হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। 

5/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

মঙ্গল ধ্ওয়ানির মধ্যে রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। মোদীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।   

6/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

এরপর রামমন্দিরের গর্ভগৃহে রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী মোদী। রামলালার চরণে পদ্ম নিবেদন করেন। করজোড়ে প্রণাম করে যোগী আদিত্যনাথও।

7/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

তারপর রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণপ্রতিষ্ঠা শেষে রামলালাকে ষাষ্ঠাঙ্গে প্রণামও করেন মোদী।  

8/8

রামলালার প্রথম ছবি, প্রথম দর্শন

First pics of Ram Lalla

আগামিকাল থেকেই জনসাধারণের দর্শনের জন্য খুলে যাবে রামমন্দির।