ওয়েব ডেস্ক : ভোটে জিতলে উত্তরপ্রদেশের আখ চাষিদের ঋণ মকুবের কথা ভাবা হবে। নির্বাচনের আগে প্রচারে গিয়ে এমনই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপুল ভোটে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণ করে উত্তরপ্রদেশের দায়িত্বে এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মোদীর প্রিয়পাত্র তথা গোরক্ষনাথ মন্দিরের প্রধান মোহন্ত যোগী আদিত্যনাথ। কিন্তু, ঋণ মকুবের কথা এখনও আলোচনায় আসেনি। ফলে, সমস্যায় কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কর্তব্যরত পুলিসকর্মীর থেকে AK-47 রাইফেল ছিনিয়ে নিল দুই জঙ্গি


এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের আরও বিড়ম্বনা বাড়িয়ে দিলেল এক ব্যক্তি। আদিত্যনাথের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের সামনে এবার ঋণ মকুবের দাবি নিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করলেন তিনি। যদিও, প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি। তাঁকে পুলিস আটক করেছে।


ঘটনাটি ঘটেছে এমন সময় যখন মসনদে বসার পর প্রথমবার গোরক্ষপুরে গেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। ওই ব্যক্তির দাবি চিকিৎসার জন্য নেওয়া ঋণ মকুব করতে হবে তাঁকে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।