জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বই ও স্কুলপোশাকের টাকা পায়নি তাঁর বাচ্চারা। তাই তরোয়াল (Sword) হাতে স্কুলের ভিতর ঢুকে পড়ল এক ব্যক্তি। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) আরারিয়াতে (Araria)। তরোয়াল হাতে স্কুলে ঢুকতেই তাঁকে নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই ভয়ঙ্কর এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খোলা তরোয়াল হাতে স্কুলে ঢুকে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তুমুল উত্তেজনা ছড়ায় স্কুলের ভিতরে। তাঁর অভিযোগ, বাচ্চাদের জন্য বই ও স্কুলপোশাক কেনার টাকা তাঁর অ্যাকাউন্টে ঢোকেনি। কেন তিনি টাকা পাননি? জানতে চান।  হুমকি দিতে থাকেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। 


বিহারের ওই স্কুলটি ভগবানপুর পঞ্চায়েতের জোকিহাট ব্লকে অবস্থিত। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জোকিহাটের এসএইচও। প্রসঙ্গত, স্কুলে ক্লাস চলাকালীন ঘটনাটি ঘটে। টাকা না পেয়ে অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। আর তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।



আরও পড়ুন, Father Daughter Duo Fighter Pilot: ভারতীয় বায়ুসেনার ইতিহাসে প্রথমবার! বাবা-মেয়ে জুটিতে ওড়ালেন যুদ্ধবিমান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)