ওয়েব ডেস্ক : এরকম খবর খুব একটা শোনা যায় না। তারমধ্যে ভারতে এধরনের ঘটনার উদাহরণ এই প্রথম। ভারতীয় চিকিত্সাশাস্ত্রের ইতিহাসে নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শরীর একটা। কিন্তু হৃদপিণ্ড একজোড়া। একটি পুরুষের, একটি নারীর। একাধারে দুই 'হৃদয়' নিয়ে এবার সুস্থ জীবনের অপেক্ষায় কেরলের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। মাত্র ১০ শতাংশ কাজ করছিল তাঁর হার্ট। সেই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে সুস্থ করতে 'বিরল' হৃদপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।


পুরনো হৃদপিণ্ডকে নতুন হৃদপিণ্ড দিয়ে 'রিপ্লেস' করে দেওয়া নয়। সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর, চিকিত্সকরা বুকের ডানদিকে নতুন হৃদপিণ্ড স্থাপন করে তার সঙ্গে পুরনো হার্টটি সংযুক্ত করে দেন। যাতে 'লোড' দুটো হার্টের মধ্যে ভাগ হয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই ব্যক্তি।


আরও পড়ুন, IRCTC-তে এখন যখন ইচ্ছে টিকিট কাটুন, দাম মেটান পরে