ওয়েব ডেস্ক: স্কুলে জাতীয় সঙ্গীতকে নিষিদ্ধ করে গ্রেফতার হল  ম্যানেজার। সেই সঙ্গে তালা ঝুলিয়ে দেওয়া হল স্কুলে। এলাহাবাদে এমএ কনভেন্ট স্কুলের ঘটনা। দিন কয়েক আগে ওই স্কুলেরই ম্যানেজার জিয়া-উল-হক ছাত্রছাত্রীদের জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ করেন। কারণ, তাঁর মতে 'ভারত ভাগ্য বিধাতা' অংশটি ইসলাম বিরোধী।


আরও পড়ুন- নিষিদ্ধ "ভারত ভাগ্য বিধাতা", স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ওই স্কুলের ছাত্রদের অন্য একটি স্কুলে স্থানান্তরিত করা হবে। তদন্তের গোড়ার মুখে উঠে আসা তথ্যে দেখা যাচ্ছে যে এমএ কনভেন্টকে বিনা অনুমোদনে দু'দশক স্কুল চালানোর অনুমতি দেওয়া হয়েছিল।


গত রবিবারে ওই স্কুলে জাতীয় সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা জারি করায় সারা দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। সমাজের সকল শ্রেণীর মানুষই সিকুল পরিচালন গোষ্ঠীর তীব্র নিন্দা করেছে।


আরও পড়ুন- ভারতে বড়সড় সন্ত্রাসের ছক ডি-কোম্পানির!