নিজস্ব প্রতিবেদন: করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই মানালিমুখি পর্যটকরা। বলা ভালো পর্যটকের বন্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-টিকাকাণ্ডে জামিনের আবেদন খারিজ, দেবাঞ্জনকে ফের পুলিসি হেফাজতে পাঠাল আদালত


ভিড়ে ঠাসা মানালির মল রোডের সেরকমই একটি ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সামাজিক দূরত্বের বালাই নেই। গরম থেকে বাঁচতে মানালির(Manali) ওই রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন পর্যটকরা।




গত সপ্তাহেই করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে হিমাচলপ্রদেশ সরকার। তার পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে রাজ্যে। মানালির পাশাপাশি পর্যটকরা ভিড করেছেন কুলু, ধর্মশালাতেও।


আরও পড়ুন-ঘাসফুল শিবিরে প্রণব-পুত্র; মনে হয়েছে তৃণমূলে যোগদান করা উচিত, তাই করেছেন: Adhir



ওই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুলেছেন নেটিজেনরা। অনেকেই ওইসব পর্যটকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই লিখেছেন, এরাই দেশে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আসবে। প্রশাসন কি দেখছে না? কেউ লিখেছেন, হাসপাতালে বেড খালি নেই, মানালির হোটেলেও ঘর খালি নেই।
 
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)