মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ন করছে না রাজ্য সরকার, অভিযোগ মানেকার
রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলাদের প্রতি অবহেলার অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ গর্জে গিয়েছেন মঙ্গলবার। পরের দিন অর্থাত্ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন নারী ও শিশুকল্যান মন্ত্রী মানেকা গান্ধী। টুইটারে অভিযোগ করলেন, নারী নিরাপত্তা ও নারীদের সুযোগসুবিধা দিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। মহিলাদের প্রতি রাজ্য সরকারের মনোভাব সর্বনাশা।
মহিলাদের ক্ষমতায়নের জন্য বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। মানেকা গান্ধীর আক্ষেপ, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি রূপায়নে ব্যর্থ রাজ্য সরকার। বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ও ওয়ান স্টপ সেন্টারের মতো প্রকল্পগুলির সুবিধা পশ্চিমবঙ্গের মহিলারা পাচ্ছেন না বলে দাবি করেছেন মানেকা গান্ধী।
মানেকার মতে, আমি নিশ্চিত, সরকারের এমন অগণতান্ত্রিক নীতিতে খুশি নন পশ্চিমবঙ্গবাসী। শীঘ্রই মানবদরদী সরকার নির্বাচনের সুযোগ পাবেন মানুষ।
তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, অর্ধেক জেনে রাজনীতি করছেন মানেক গান্ধী।